Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০২৫

ঢাকা ইপিজেডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিদর্শন স্থাপন করল বাপবিবো


প্রকাশন তারিখ : 2025-05-08

ঢাকা ইপিজেডে গ্রাহকবান্ধব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যুগান্তকারী নিদর্শন স্থাপন করল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড(বাপবিবো)। গত ২৮ এপিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ঢাকা ইপিজেডে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে ঢাকা ইপিজেড কর্তৃপক্ষ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেন। 

এ সময় বাপবিবোর চেয়ারম্যানের দ্রুত নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী ডিইপিজেডের ভেতরে অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২টি উপকেন্দ্রের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও আবাসিক এলাকায় ঐ দিনই ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরেরদিন সকাল সাড়ে ৯টায় কবিরপুর গ্রিড উপকেন্দ্রে ডিইপিজেড ৩৩ কেভি ও নয়ারহাট ৩৩ কেভি ফিডারের মাধ্যমে ইউনাইটেড পাওয়ার প্লান্টের বাসবার ব্যবহার করে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিস্তারিতঃ

https://www.dainikamadershomoy.com/details/0196b000c193